ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস ও কিছু কথা

ভাই হলো রক্তের বাঁধন একে অপরের পরিপূরক ভাইকে ছাড়া যেন জীবন অচল। বিশেষ করে বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের অনেক আবদার পূরণ করে থাকে এবং দায়িত্ব পালন করে থাকে। বড় ভাই সব সময় চেষ্টা করেও ছোটভাই যেন ভালো থাকে এবং সুখও থাকে এবং তার প্রয়োজনীয় সবকিছু দিতে পারে।

একটা সময় এসে যায় যখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে হয় তখন দেশে ভালো কিছু না করতে পারলে প্রবাসে পাড়ি দিতে হয়। প্রবাসে পাড়ি দেওয়ার সময় ছোট ভাইকে বিদায় দেওয়া অনেক কষ্টের হয়। তাইতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু স্ট্যাটাস যা ছোট ভাই বিদেশে যাওয়ার সময় আপনি তাকে বলতে পারবেন।

প্রিয় পাঠকবৃন্দ ও ভাইয়েরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ছোট ভাই নিয়ে উক্তি স্ট্যাটাস ও ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস তাই কথা না বাড়িয়ে চলুন পোস্টে চলে যায় তাহলে নিচে থেকে দেখে নিন কিছু ভাই নিয়ে স্ট্যাটাস।

ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস

১. জীবন বড়ই বিচিত্র জীবনে ভালো কিছু সূচনা করতে হলে অবশ্যই বড় ত্যাগ করতে হয় তাইতো ছোট ভাইকেও আজ বিদেশে চলে যেতে হচ্ছে। প্রিয় ছোট ভাই তোমার বিদেশ যাত্রা শুভ হোক আশা করি তুমি সব কিছু স্বাভাবিক ভাবে মানিয়ে নেবে এবং এই বিদায় বরণ কে মেনে নিতে পারবে আশা করি তোমার জন্য বিদেশে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য শুভকামনা রইল।

২. প্রিয় ছোট ভাই বিদায় কে বরণ করে নাও হতে পারে এটাই তোমার জীবনের সফলতার চরম প্রান্তে পৌঁছে দেবে এবং সর্বদা চেষ্টা করবে যেন সফলতা আসে।

৩. তুমি পাশে থাকো বা যেখানেই থাকো ছোটভাই তুমি সব সময় আমাদের সবার হৃদয় জুড়ে থাকবে তোমার জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে যাতে তুমি সব কিছু মেনে নিতে পারো সব কাজ ঠিকঠাক করতে পারো এবং আল্লাহ যেন তোমার শরীরকে সব সময় সুস্থ রাখে।

৪. ছোট ভাইয়ের সাথে এতো আনন্দের মুহূর্ত কাটিয়েছি তাকে বিদায় নিতে অনেক কষ্ট হচ্ছে তাই তো তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার বিদেশ যাত্রাটা শুভ করে এবং তোমার ভবিষ্যত উজ্জ্বল করে দেয়।

৫. ভাই তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন কোন দুঃখ শেয়ার করার থাকে তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করবে কেননা আমি তোমার জন্য সব সময় দোয়া করি এবং তোমার কষ্ট লাঘব করার চেষ্টা করি।

ছোট ভাইকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

৬. বিদায় কথাটির সাথে জড়িয়ে আছে অনেক দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু মিলিয়ে ছোট ভাইকে বিদায় দেওয়া এবং বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করা কষ্টের থেকে কম নয়। ছোট ভাইকে বিদায় দিতে হয় তাই তোমার জন্য রইল শুভকামনা।

৭. ছোট ভাই তোমার বিদেশ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ আবেগের মাধ্যমে কেউ আমাকে তোমার মত করে ডাক দেয় নি, বিদেশে ভালো থেকো আমার ভাইজান।

৮. ভাই তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি ভেবেছিলাম তোমাকে কখনো বিদেশে যেতে দেবো না কারণ আমি জানি বিদেশে কত কষ্ট তবুও তোমাকে বিদেশে যাওয়ার জন্য বিদায় দিতে হচ্ছে তাই তো  নিজের মধ্য আজ আমি অনেক আবেগের অনুভূতি পাচ্ছি।

ছোট ভাইকে মিস করার স্ট্যাটাস

৯. ছোট ভাই তোমার বিদেশ যাওয়ার পর থেকেই তোমাকে অনেক মিস করছি তোমার জন্য আজ মনটা খুব কান্না পাচ্ছে।

১০. তুমি চলে গেলে রেখে গেলে কিছু স্মৃতি কে আঁকড়ে ধরে তোমার কথা মনে করি আশা করি তুমি অনেক ভালো থাকবে এবং তোমার স্বপ্ন আশা পূরণ করবে।

১১. আব্বা মা অনেক কষ্টে আছে তাদেরকে তুমি ফোন করে জানিয়ে দিও তুমি কেমন আছো এবং কি করছো ঠিকমতো খাওয়া-দাওয়া করছো কিনা।

১২. পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গিফট হল একটি ভাই যেটি আল্লাহতালা আমাদেরকে দিয়ে মন প্রাণ ভরিয়ে দিয়েছে তোমাকে বিদায় দিয়ে আমাদের খুব খারাপ লাগছে তাই প্রতিটা সময় তোমাকে খুব মিস করব।

১৩. অবশেষে আজকে ছোট ভাইকেও বিদেশ চলে আসতে হলো এই শুভ দিনটিকে মনে করে তোমার ভালো থাকাকে নিশ্চিত করার জন্য কাজ করে যাও অবশ্যই আল্লাহ এর ভালো প্রতিদান দিবেন।

ছোট ভাইকে উপদেশ দিয়ে চিঠি

হে আমার ছোটভাই আশা করি তুমি বিদেশে ভালো আছো এবং সবকিছু ঠিকঠাক মত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবে এবং কখনোই খাওয়া ও টাকা নিয়ে দুশ্চিন্তা করবে না। যদি কোন কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে এবং কোন কষ্টে থাকলে আমার সাথে শেয়ার করবে। মা-বাবা তোমার জন্য সব সময় চিন্তা করে তাই তুমি কাজের ফাঁকে মা-বাবাকে অবশ্যই ফোন করবে এবং তাদের সাথে ভালো-মন্দ কথা বলবে এবং পরিবারের সবার খোঁজ খবর রাখবে। এবং সবসময় চেষ্টা করবে বাকিদের সাথে মিলেমিশে থাকতে এবং তাদের সাথে ভাল আচার আচরণ করতে কারন তারাই তোমার আপন দুঃখে কষ্টে তারাই তোমার সাথে থাকবে আমরা শুধু তোমার জন্য দোয়া করতে পারবো এবং প্রয়োজনে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারব। অসুস্থ হলে তারা তোমার সেবা করবে তাই তাদের সাথে সব সময় সৎ ব্যবহার করবে।

ছোট ভাই বিদেশে যাওয়া নিয়ে কিছু কথা

আমরা সবাই ছোট ভাইকে ভালোবাসি তাইতো ছোট ভাইয়ের জন্য আমরা কত কিছুই না করে থাকি তার জন্য পড়াশোনার সব খরচ থেকে কাপড় শখের জিনিস সবকিছু দিয়ে থাকি একটা সময় দেখা যায় তার জন্য জীবনে কিছু করার প্রয়োজনীয় হয়ে পড়ে অনেক সময় দেখা যায় যে সে ভাল কোন কিছু করা যায় না তাই তো ছোট ভাই কেউ বিদেশে পাঠানোর প্রয়োজন পরে জায়।

ছোট ভাই অনেক আদরের তাই কখনোই ছোট ভাইকে ভোলা যায় না সব সময় চেষ্টা করা উচিত দুই ভাইয়ের মধ্যে যেন সব সময় মধুর সম্পর্ক থাকে এবং কথার মিল থাকে তাই একে অপরকে সত্য কথা বলে এবং একে অন্যের প্রতি সহনশীল হয়ে থাকলে ভাইয়ের মধ্য পবিত্রতার বন্ধন ঠিক থাকবে।

রক্তের ভাই যখন দেশ ছেড়ে চলে যায় তখন মাতা পিতা সহ সকলের এই অনেক খারাপ লাগে। সেই খারাপ লাগাকে কাটানোর জন্য সবার উচিত তাকে হাসিমুখে বিদায় দেওয়া এবং চলে যাওয়ার পর সবার সাথে যোগাযোগ রাখা। এই রক্তের বাঁধনের কষ্ট কমানোর জন্য যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment