নারী নির্যাতন একটি অমানবিক কাজ। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নারী নির্যাতন করে। বর্তমান সময়ে যৌতুক আদায়ের জন্য সবচেয়ে বেশি নারী নির্যাতন হয়। নারী নির্যাতন এটি অত্যন্ত নিন্দনীয় কাজ এটি করার মাধ্যমে নারীর উপর জুলুম করা হয়।
প্রত্যেকটা নারী তার স্বামীর ঘর করার জন্য অনেক কষ্ট করে, তবুও অনেক সময় স্বামীর লোভের কারণে স্ত্রীকে নির্যাতিত হতে হয়। আপনি যদি নির্যাতন নিয়ে উক্তি, প্রতিবেদন, কবিতা ও গল্প খুজে থাকেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন।
নারী নির্যাতন নিয়ে উক্তি
বর্তমান সময়ে নারী নির্যাতন একটি অনেক বড় সমস্যা এই সমস্যাকে এড়িয়ে চলার জন্য আমরা বিভিন্ন ধরনের নারী নির্যাতন রোধের জন্য উক্তি স্ট্যাটাস দেই। এখানে আপনাদের জন্য কিছু নারী নির্যাতন নিয়ে সেরা উক্তি ও স্ট্যাটাস তুলে ধরা হলো।
১. “একজন নারীর মন অনেক নরম হয়ে থাকে সেখানে যেমন শক্ত কুঠুরি দিয়ে আঘাত করলেও কষ্ট পায় না তেমনি আবার একটু কোন কিছুর আঘাতেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়।”
২. “নারীর উপর হাত তোলা পুরুষত্বের নাম নয়, বরং নারীকে ভালোবাসা দিয়ে আগলে রাখার নাম ভালোবাসা।”
৩. “একজন নারীকে আপনি যতটা ভালোবাসবেন সেও আপনাকে ততটা ভালোবাসা দেবে, তার বিপরীতে তার প্রতি যতটা জুলুম করবেন আপনার প্রতি ততটাই দুর্বল হয়ে করবে।”
৪. “ভালোবেসে পাথর বলেও গলিযয়ে ফেলা সম্ভব, আর সেখানে নারীকে একটু ভালোবাসা দিলেই নোমের মত গলে যায়।”
৫. “ইসলামে নারীর উপর হাত তোলা নিষেধ তাই কখনোই নারীর উপর হাত তোলা যাবে না, নারীর উপর হাত তোলা পুরুষত্বহীন এর কাজ।”
৬. “সম্পর্ক ঠিক রাখতে হলে মেয়েদের মন বুঝতে হবে, একজন নারীর মন বোঝা যতটা সহজ আবার ঠিক ততটাই কঠিন তাই তাকে সময় দেওয়া উচিত সে কোন বিষয়টি পছন্দ করে সেটি জানা দরকার।”
৭. “শুধু ভালবেসে বিয়ে করলেই হবে না বরং সারা জীবন আগলে রাখতে হবে, সংসার নামক কষ্ট ও দুঃখের মাঝে একে অপরকে আগলে রাখতে হবে।”
৮. “বিচ্ছেদের নাম ভালোবাসা নয়, তাই নারীকে ভালবাসা দিয়ে একবার জয় করে নিতে পারলে আপনার প্রতি সারা জীবন ভালোবাসা দেবে।”
৯. “নির্যাতন বেশিরভাগ সময় নারীদের উপরেই হয় তাই এর যথার্থ বিচার হওয়া প্রয়োজন কেননা নারী নির্যাতন সবচেয়ে বড় নির্যাতন।”
নারী নির্যাতন নিয়ে প্রতিবেদন
নারী নির্যাতন নিয়ে একটি প্রতিবেদন লেখার নিয়ম হল। নারী নির্যাতন প্রতিবাদ করার একটি ভালো গল্প তৈরি করা। প্রাথমিক দিকে নারী নির্যাতন নিয়ে কিছু কথা উল্লেখ করা এবং তারপর বিস্তারিত উল্লেখ করে নারী নির্যাতন প্রতিবেদন লিখতে হবে। কি পরিমান অত্যাচার এবং কোন মারধর করেছে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত উল্লেখ করতে হবে। প্রতিবেদনটি সঠিকভাবে লেখা হয়েছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সবশেষে যেখানে পাঠাবেন তার ঠিকানা দিতে হবে।
নারী নির্যাতন নিয়ে কবিতা
প্রতিদিন নির্যাতন হয়,
কিছু পরিণত তার জীবন!
জীবন যুদ্ধে শেষটা দিয়ে তবু বড় পরাজয়,
কষ্টের বুক মরুর মত তবুও নাই বুকে ঠাঁই।
নির্যাতনের শিকার হয় প্রতিদিন,
নির্মম দুঃখ কষ্ট শেষ হবে কি?
সুদিনের আশায় দুর্দিনের মোকাবেলা,
দুনিয়ার সব কষ্ট তবু মাথায় নিয়ে মেনে চলা।
নারী নির্যাতন নিয়ে গল্প
নারী নির্যাতন নিয়ে হাজারো গল্প রয়েছে যেগুলো কখনো কাউকে বলা হয় না, সবার আলাদা আলাদা নির্যাতনের গল্প রয়েছে কিছু মানুষ আছে যারা সব কিছু পেয়েও নির্যাতনের শিকার হয়ে জীবনে ব্যর্থতার দিন গুনতে হচ্ছে।
কিছু মানুষ আছে যারা নির্যাতন ছাড়া আর কিছুই পাচ্ছে না। ধিক্কার জানাই সেসব মানুষদের যারা নারীকে নির্যাতন করে এবং মা জাতিকে কষ্ট দেয়।
প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট থেকে থাকে তবে নারী জীবনের সবচেয়ে বড় দুঃখ কষ্টের কারণ হচ্ছে যৌতুক দুর্বল ও কু মানুষকে পুরুষগণ সব সময় তার স্ত্রীকে যৌতুকের জন্য তাগিদ দিয়ে থাকে। যৌতুকের জন্য যে পরিমাণ নারী নির্যাতন করা হয় তার একটি অংশ যদি প্রকাশ করা হতো তাহলে পত্রিকায় জায়গা হতো না।
নারী নির্যাতন নিয়ে কিছু কথা
বর্তমানের সমাজে নারী নির্যাতনের গল্প এখন ঘরে ঘরে। নাইবা নির্যাতিত হয়েও কিছু বলেনা কেননা পরিবারের চাপ সবাই সহ্য করতে পারে না। কিছু কষ্ট আছে যেগুলো নির্যাতিত হয়ে অভিনয়ে নেওয়া যায় আবার কিছু কষ্ট আছে যেগুলো কখনো মেনে নেওয়া যায় না।
একটি মানুষ যখন নতুন স্বপ্নের আশায় নতুন ঘর বাদে তখন মনে অনেক আশা জাগে, আর সেই আশা যখন নির্যাতনের মাধ্যমে শেষ হয় তখন এই দুঃখ আর কাউকে বলার থাকে না।
তাই নিজেকে সময় থাকতে গুছিয়ে নেওয়া প্রয়োজন কখনো নির্যাতন হলে সেটা প্রতিবাদ করা বাঞ্ছনীয়। সর্বশেষ বলতে চাই নারী নির্যাতন প্রতিবাদ করতে হবে তবেই দেশে নারীদের কষ্টের অবসান ঘটবে।