বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো টাকা। তাই, এই আর্টিকেলে আমরা টাকা নিয়ে উক্তি, খালি পকেট নিয়ে উক্তি, টাকার অভাব নিয়ে উক্তি বাবার টাকা না থাকলেও একটি ও টাকা নিয়ে কিছু কষ্টের কথা তুলে ধরেছি।
প্রতিদিনের সামগ্রীর যোগাড় করার জন্য টাকা প্রয়োজন। আমরা অনেক সময় টাকা উপার্জন করতে ব্যর্থ হই বা কখনো কখনো প্রয়োজনের চেয়ে কম টাকা উপার্জন করতে সক্ষম হই। আর তখনই হয় সবচেয়ে বড় ভেজালের সৃষ্টি, কারণ টাকা ছাড়া আজ কোন কিছুই পাওয়া যায় না, তাই টাকার কোন বিকল্প নেই।
ভবিষ্যতে টাকাকে ভালো কাজে না লাগাতে পারলে জীবনে নেমে আসবে অস্থিরতা। তাই টাকা কামানোর পর অবশ্যই টাকাকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখতে হবে টাকা পেলে আকাশে ওরা যাবে না। আর হ্যাঁ অবশ্যই সৎ পথে টাকা ইনকাম করতে হবে।
টাকা নিয়ে উক্তি
মানুষের দৈনিন্দ্য জীবনে চলতে হলে অবশ্যই টাকার প্রয়োজন, টাকা ছাড়া মানুষ এক পা হাঁটতে পারেনা এরকম অবস্থা। জীবনে টাকার কস্ট হলে তখন উক্তি ও স্ট্যাটাসের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। তাই তাদের জন্য এখানে বাছাই করা কিছু টাকা নিয়ে উক্তি ও স্ট্যাটাস তুলে ধরেছি। আশা করি এই উক্তিগুলো ভালো লাগবে।
টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে।
টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কিনে নেয়া গেলেও কখনো সুখ কিনে নেওয়া যায় না।
টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে, টাকা কখনোই আপনাকে ভালো কোন কিছু দিতে পারবেনা।
একজন পুরুষের সকল শক্তির মূল উৎস হল টাকা।
টাকা তাদের কাছেই যায় যারা কামাতে জানে, আর বুদ্ধিহীন লোকেরা শুধু বোকার মত চেয়ে চেয়ে দেখবে।
টাকা ছাড়া দুনিয়া অচল, টাকা হলো দুনিয়ার সবচাইতে বড় পাওয়ার।
টাকা হল আল আনলিমিটেড গোল, সুখ ব্যতীত বাকি সব কিছু টাকা দিয়ে কেনা যায়।
এই দুনিয়ায় মানুষের মূল্যর চাইতে টাকার মূল্য অনেক বেশি।
সবক্ষেত্রে টাকা না দিতে পারলেও, বেশিরভাগ কাজে টাকা সুখ এনে দিতে পারে।
যে ব্যক্তি টাকা ভাঙতে জানে, সে কামাতেও জানে।
জীবনের সুখী হতে হলে টাকা ইনকাম করতে হবে টাকার বিকল্প নেই।
পৃথিবীর সকল উৎ হল টাকা, টাকা ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না।
টাকা এবং নারী, সকল অপরাধের মূল বিন্দু।
খালি পকেট নিয়ে উক্তি
কথা আছে ভরা পেটে মানুষ আর খেতে চায় না। তবে যখন মানুষের ক্ষুধা লাগে তখন খাবার জন্য পাগল হয়ে যায়। বাস্তবতা আপনাকে অনেক কিছুই শিখতে সাহায্য করে তবে খালি পকেটে আপনি যে শিক্ষা লাভ করবেন এটি কোন বিদ্যালইয়ে বা শেখাতে পারবে না।
খালি পকেট অনেক সময় মানুষকে নতুন কিছু শিখতে উৎসাহিত করে।
খালি পকেট সুদু আপনাকে নতুন কিছু শেখাবেনা বরং জীবনের বাস্তবতার সম্মুখীন করাবে।
খালি পকেট আপনাকে যা শেখাতে পারবে, তা দুনিয়ার আর কোন কিছুই শেখাতে পারবে না।
খালি পকেট কাউকে ক্ষতি করে না, তবে খালি মন অনেক কিছুর ক্ষতি করে।
খালি পকেট কখনই খারাপ নয়, তবে খালি মন খারাপ হতে পারে হতে পারে সেটা অসুস্থতার কারণ।
খালি পকেটে টাকা না থাকলে এটি সমস্যা নয়, তবে খালি পকেটে বুদ্ধি না থাকলে সেটি সমস্যার।
খালি পকেটে কাউকে গর্ব করে না দেখাতে পারলেও নিজেকে জানাতে পারে যে সে দুর্বল নয়।
পকেট ভর্তি টাকা থাকলে তোমার পিছনে সবাই এগিয়ে আসবে। আর খালি পকেটে তোমার দিকে কাকও তাকিয়ে দেখবে না।
টাকার অভাব নিয়ে উক্তি
টাকায় জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু। আর এই বস্তুর অভাব তখন বোঝা যায় যখন ক্ষুধায় পেট কামড়ে যায় কিন্তু টাকার অভাবে দুমুঠো খাবার জোটে না। টাকা আর কিছু না পারলেও মানুষের অভাব দূর করতে পারে। তাই এখানে টাকার অভাব নিয়ে কিছু উক্তি তুলে ধরা হলো।
টাকার অভাবে মানুষ কোন খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না তাই টাকার কারনে মানুষ হয়ে যায় অমানুষ।
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন পুরুষ ব্যক্তি টাকা ছাড়া সাত দিন চলতে পারে না।
পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার। তাই হালাল উপায়ে টাকা উপার্জন করতে কষ্ট হলেও উপার্জন করুন।
টাকার অভাব মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, তাই টাকার জন্য মানুষ সব করতে পারে।
প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোন মানুষের আনতে পারে না এটা প্রমাণিত।
টাকার অভাব মানুষকে চিনতে শেখায় নতুনভাবে বাঁচতে শেখায় নতুন কাজ করতে শেখায়।
টাকার পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটুন, কর্মই আপনাকে টাকা এনে দেবে।
টাকার অভাব মানুষের নিকট আত্মীয়কে চিনতে সাহায্য করে।
বাবার টাকা না থাকলে উক্তি
বাবার টাকা না থাকলে জীবনে ফুর্তি নামের এই অর্থটার মানেই বোঝা সম্ভব না। সবাই যখন বাইক ও ভালো কাপড়চোপড় পড়ে ঘুরে বেড়ায় তখন টাকার অভাবে খেতে ও মাঠে কাজ করতে হয়। বাবার টাকা না থাকলে আত্মীয়-স্বজনরাও কোন দাম দেয় না। তাই এখানে বাবার টাকা না থাকলে বা সংসার অভাব নিয়ে উক্তি উপস্থাপন করা হলো।
বাবার টাকা না থাকলে দুনিয়াতে অনেক কিছুই শেখা যায় মন চাইলেও কোন কিছু কিনতে পারবেন না, অনেক সময় প্রয়োজনীয় টাকা পাবেন না।
টাকার অভাবে কখনো ফুর্তি করা যাবে না, পছন্দের সেই বাইকটি আর কেনা হবে না।
বাবার টাকা না থাকলে চলতে যেমন কষ্ট হবে তেমনি জীবনে সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
টাকার অভাবে মানুষ মরে যায় না বরং ভালোবাসার অভাবে মানুষ মরে যায়।
টাকার নেশা পৃথিবীর সবচাইতে বড় নেশা, আর এই নেশায় যে মেতেছে সে হয় অনেক কিছু হয়েছে না হয় সবকিছু হারিয়েছে।
বাবার কাছে টাকা না থাকলে, টাকা চাওয়াটা বড় বোকামি, কারণ বাবা টাকা না দিতে পারলে মনে থেকে কষ্ট পায়।
একজন পিতা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে টাকার অভাব দূর করার জন্য, যাতে তার সন্তান ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো খেতে পারে।
টাকা নিয়ে কিছু কষ্টের কথা
আজকাল দেখা যায় টাকা মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে কেননা টাকার বিনিময় পৃথিবীতর সব কিছুই মিলছে। আপনার যদি সম্মান না থাকে কিন্তু আপনার অনেক টাকা আছে তাহলে আপনি সমাজে এমনিই অনেক সম্মান পেয়ে যাবেন।
কিছু কাজের টাকা সুখ না এনে দিতে পারলেও বাকি সব কাজে টাকা বেশ ভালো কাজে দেয় কেননা টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। টাকার লোভ দুনিয়ার সবচেয়ে বড়লোক এই লোভের অনেক পাপী ধ্বংস হয়ে গেছে।
আমরা যখন টাকা ইনকাম করতে শুরু করি, যখন ভাল ইনকাম হয় তখন আমরা অনেক খুশি হই তবে এখানে দেখার বিষয় আপনি কখনোই পরিবর্তন হবেন না। অনেকেই টাকা পেয়ে আকাশে উড়ে যায় আবার কখনো কখনো টাকার বড়ে নিজেকে দাম্ভিকতার পরিচয় দেয়।
জীবনের টাকা ইনকাম করলে একটা কথা মনে রাখতে হবে আপনি যত টাকা ইনকাম করেন না কেন তা থেকে প্রতিমাসের সঞ্চয় করবেন এবং ভবিষ্যতের জন্য ব্যয় করবেন। আর বেশি টাকা ইনকাম করলে কখনোই হিংসার পরিচয় বহন করবেন না।
টাকা মানুষের জীবনে আসে যায় আজ হয়তো আপনি অনেক টাকা ইনকাম করছেন আবার হয়তো কাল ইনকাম না করতে পারেন তাই টাকা সঞ্চয় করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভবিষ্যতের কথা ভেবে টাকা সঞ্চয় করতে হবে।
আর হ্যাঁ অবশ্যই টাকা হালাল উপায়ে ইনকাম করবেন কেননা হালাল ইনকাম আমলের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি কোটি টাকা ইনকাম করেন এবং তা হালাল না হয় তাহলে সেই টাকার ভার আপনাকে পরকালে দেওয়া হবে। আশা করি আজকের এই পোস্ট আপনাদের অনেক ভালো লেগেছে।