৭ কলেজ এডমিশন সার্কুলার

৭ কলেজ এডমিশন সার্কুলার ২০২৪

ঢাকা অধিভুক্ত ৭ কলেজ এডমিশন সার্কুলার ২০২৪প্রকাশিত হয়েছে। সাত কলেজ অফিসিয়াল ওয়েবসাইট 7college.du.ac.bd অনলাইনে ভর্তি আবেদন চলছে। যদি সাত কলেজে ভর্তি হতে চান তাহলে সাত কলেজের ভর্তির বিজ্ঞপ্তি ২০২৪ এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

অনেক শিক্ষার্থী আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পান না। তারা ঢাকা সাত কলেজে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। সাত কলেজে ভর্তি হতে হলে আপনার কত পয়েন্ট লাগবে এবং আবেদন করার প্রথম ও শেষ তারিখ বিস্তারিত এই পোস্টে তুলে ধরা হল।

৭ কলেজ এডমিশন সার্কুলার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ইতোমধ্যেই কবে সাত কলেজের ভর্তি পরীক্ষা হবে এবং এডমিশন আবেদন করা তা প্রকাশ করা হয়েছে। সাত কলেজে ভর্তি হলে ভর্তি পরীক্ষায় ভালো মার্ক পেতে হবে এবং বাংলা ইংরেজি দুটি বিষয়েই পাস করতে হবে। সাত কলেজে ভর্তির আবেদন লিংক নিচে দেওয়া হল।

আবেদনের তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ – ২০২৪ শুরু হয়ে গেছে। যদি আপনার সাত কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা থাকে তাহলে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন শুরু২ এপ্রিল ২০২৪
আবেদন শেষ৩০ এপ্রিল ২০২৪
আবেদন ফি৬০০ টাকা।

আবেদন লিংক

ঢাকা সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৪ সালের ১৬ জুন থেকে। দাবি সাত কলেজের প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত।

ইউনিট তারিখ
বিজ্ঞান ইউনিট১৭ জুন।
ব্যবসায় শিক্ষা ইউনিট২৪ জুন।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৬ জুন।

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

দাবি সাত কলেজের ভর্তির পরীক্ষার সময় এক ঘন্টা নির্ধারণ করা হয়েছে এবং ভর্তির পরীক্ষার পদ্ধতি হবে mcq আকারে। আর এই পরীক্ষাটি হবে ১০০ নাম্বারে জিপিএ নম্বরের জন্য ২০ নম্বর। বাংলা ও ইংরেজি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পাশ নাম্বার ৪০ নির্ধারণ করা হয়েছে তবে চান্স পেতে হলে এর বেশি নাম্বার পেতে হবে। পরীক্ষার জন্য কোন নেগেটিভ মারকিং নেই। ভর্তি পরীক্ষার সিট পড়বে ডাবি এলাকায়।

ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগের জন্য প্রতিটি বিষয়ের ২০ নাম্বার করে ধার্য করা হয়েছে। মানবিকের ক্ষেত্রে তিনটি বিষয়ে যথাক্রমে বাংলায় ২৫ ইংরেজিতে ২৫ ও সাধারণ জ্ঞানের ৫০ নাম্বার নির্ধারণ করা হয়েছে। আর বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞানের সাবজেক্ট গুলো পরীক্ষা হবে এবং চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নাম্বার নির্ধারণ করা হয়েছে।

সাত কলেজ ভর্তির আবেদন যোগ্যতা ২০২৪

ঢাবি সাত কলেজে ভর্তির আবেদন যোগ্যতা না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না তাই আপনাকে ভর্তির আগে জানতে হবে আপনার পয়েন্ট অনুযায়ী কোন বিভাগে আবেদন করতে পারবেন। ঢাকা সাত কলেজে তিনটি ইউনিটে ভর্তির আবেদন করা যায়। এখানে আপনাদের জন্য বিস্তারিত ভর্তির আবেদন যোগ্যতা দেওয়া হলো।

ক ইউনিট(বিজ্ঞান বিভাগ): ক ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এই বিভাগে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি মিলে ৭ পয়েন্ট পেতে হবে। এর নিচে পয়েন্ট থাকলে আপনি ভর্তির আবেদন করতে পারবেন না।

খ ইউনিট(মানবিক বিভাগ): মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য খ ইউনিটে আবেদন করতে পারবে। এখানে চাইলে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা ও আবেদন করতে পারবে। মানবিক বিভাগে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি চতুর্থ বিষয় মিলিয়ে ৬ পয়েন্ট পেতে হবে।

গ ইউনিট(বাণিজ্য বিভাগ): গ ইউনিট হল বাণিজ্য শাখার জন্য এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গ ইউনিট এ আবেদন করার জন্য শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি মিলে চতুর্থ বিষয় সহ ৬.৫ পয়েন্ট লাগবে। এর কম হলে আবেদন করতে পারবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের নাম জেনে রাখুন তাহলে এখানে দেওয়া যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

  • ঢাকা কলেজ (ছেলে)
  • ইডেন মহিলা কলেজ (মেয়ে)
  • সরকারী তিতুমীর কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারী কলেজ ছেলে
  • সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • কবি নজরুল সরকারী কলেজ
  • মিরপুর সরকারী বাংলা কলেজ

সাত কলেজে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে। এর জন্য অবশ্যই পরীক্ষায় কৃতকার্য হতে হবে এবং বেশি নাম্বার পেয়ে চান্স পেতে হবে। যদি আপনাদের আরো কোন তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দেবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top